হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ভিক্ষুককে ধর্ষণের অভিযোগে অটোচালক আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের ফুটপাত থেকে এক ভিক্ষুককে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে এক অটোরিকশাচালককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে চান্দগাঁও আবাসিক এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

অভিযুক্ত ব্যক্তির নাম আব্দুল আলী (৫৫)। তিনি চান্দগাঁও আবাসিক এলাকার এ-ব্লকে নুরু কোম্পানির গ্যারেজের পাশে ভাড়া বাসায় থাকেন। তাঁর বাড়ি ভোলা জেলায়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব আহমেদ আজকের পত্রিকাকে জানান, ১১ মার্চ রাত সাড়ে ১১টার দিকে ওই আবাসিক এলাকা থেকে ২৬ বছর বয়সী এক নারীকে অটোরিকশায় তুলে নেওয়ার পর গ্যারেজে নিয়ে ধর্ষণ করেন অভিযুক্ত চালক। ওই নারী এলাকাটিতে ভিক্ষাবৃত্তি করেন।

ওসি বলেন, ভিক্ষুক নারী একটু সরল প্রকৃতির, তবে বুদ্ধিপ্রতিবন্ধী নন। তাঁকে শহরে ঘোরানোর কথা বলে অটোরিকশায় তুলে নিয়েছিলেন চালক। ধর্ষণের শিকার হওয়ার পর তিনি প্রথমে ঘটনাটি কাউকে জানাননি। তবে শনিবার রাতে থানায় এসে বিষয়টি জানান। পুলিশ মৌখিক অভিযোগ পেয়েই তাৎক্ষণিক অভিযান চালিয়ে গ্যারেজ থেকে অভিযুক্ত চালককে আটক করে।

পুলিশ কর্মকর্তা আফতাব বলেন, ‘আক্রান্ত নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সে মামলায় তাঁকে (আব্দুল আলী) গ্রেপ্তার দেখানো হবে।’

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক