হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঈদের কেনাকাটা নিয়ে বোনের সঙ্গে ঝগড়া, অভিমানে ‘আত্মহত্যা’

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় ঈদের কেনাকাটা নিয়ে ছোট বোনের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে বিউটি আকতার (২১) নামে এক তরুণী ‘আত্মহত্যা’ করেছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল রোববার রাতে রায়পুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আজ সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে। ওই তরুণী একই এলাকার স্থানীয় মুহাম্মদ কামাল উদ্দিনের মেয়ে এবং কোরিয়ান কেইপিজেডের পোশাক কারখানার শ্রমিক।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ তৌহিদ জানান, ঈদের কেনাকাটা নিয়ে দুই বোনের মধ্যে একটু ঝগড়া হয়। ঝগড়ার পর রাগ করে ছোট বোন ঘর থেকে বেরিয়ে যায়, এরপরই বড়বোন বিউটি আকতার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে তার পরিবারের দাবি।

পরিবারের সদস্যরা জানায়, দুই-একদিন আগে ঈদের শপিং নিয়ে বড়বোন বিউটি ও ছোট বোন সুইটির মধ্যে মান-অভিমান হয়। এরপরই রাগ করে সুইটি বান্ধবীর বাড়ি চলে যায়। এ নিয়ে একটু বিউটিকে সবাই বকাবকি করে। রোববার সন্ধ্যায় পরিবারের সবার সঙ্গে ইফতার করে বিউটি অন্ধকার ঘরের মধ্যে ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মুহাম্মদ হাছান বলেন, ‘আনোয়ারায় ফাঁস লাগিয়ে এক তরুণী আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। পারিবারিক সূত্রে জানতে পেয়েছি, ঈদের কেনাকাটা নিয়ে ছোট বোনের সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করে।’

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল