হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাস্তা সংস্কারের পরদিন উঠে গেল কার্পেটিং, তুলে ফেলার দাবি প্রকৌশলীর

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক উচ্চবিদ্যালয় সড়কের প্রায় ১ কিলোমিটার রাস্তার সংস্কার কাজ শেষ হওয়ার আগে কার্পেটিং উঠে যাচ্ছে। আজ মঙ্গলবার দুপুরে রাস্তাটি পরিদর্শন করেছেন উপজেলা প্রকৌশলী তসলিমা জাহান ও ঠিকাদার দেবু দাশ। এ সময় স্থানীয় চেয়ারম্যান নোয়াব আলী, ইউপি সদস্য ইলিয়াছ কাঞ্চন রুবেলসহ ঠিকাদারের শ্রমিকেরা উপস্থিত ছিলেন।

আজ সরেজমিনে দেখা যায়, উঠে যাওয়া কার্পেটিংয়ের নিচে নিম্নমানের কংক্রিট। কার্পেটিং করার আগে বিটুমিনের প্রাইম কোট না দেওয়ার অভিযোগ তোলেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, ধুলামিশ্রিত নিম্নমানের পাথর ও বিটুমিন স্বল্প পরিমাণে ব্যবহার করায় সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে। গত রোববার রাস্তাটির সংস্কারকাজের কার্পেটিং করা হয়। কিন্তু সোমবার রাত থেকে রাস্তাটির বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে যাচ্ছে। ঠিকাদার ও সংশ্লিষ্ট প্রকৌশলীর যোগসাজশে কাজে নির্মাণসামগ্রী ব্যবহার করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। ধুলামিশ্রিত পাথর ব্যবহারের সময় স্থানীয়রা প্রতিবাদ করলেও তা মানা হয়নি।

জানা গেছে, ১ কোটি ১৩ লক্ষ টাকা ব্যয়ে ১ কিলোমিটারের সড়ক সংস্কার কাজ করছেন সাইরেদ এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) অধীনে নির্মাণকাজটি তদারকি করছেন উপজেলা প্রকৌশলী তসলিমা জাহান।

সাইরেদ এন্টারপ্রাইজের প্রতিনিধি মোহাম্মদ সোহেল বলেন, ‘আমরা কোথাও নিম্নমানের কাজ করিনি। কাজ শেষ হওয়ার আগে স্থানীয়রা কার্পেটিং তুলে নিয়েছে।’

জানতে চাইলে উপজেলা প্রকৌশলী তসলিমা জাহান বলেন, ‘কার্পেটিংগুলো স্থানীয়রা হাত দিয়ে তুলে ফেলছেন। আমরা মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে তা সত্যতা পেয়েছি। আমার কাছে একটি ভিডিও রয়েছে। সেখানে দেখা যাচ্ছে, স্থানীয় কয়েকজন ব্যক্তি কার্পেটিং তুলে ফেলছেন।’

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১