হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ৫ মার্কেটে বসছে ভ্যাট বুথ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: ভ্যাট দিতে আর কর অফিসে দৌড়াতে হবে না ব্যবসায়ীদের, ক্রেতারাও নিজের হাতেই দিতে পারবেন সরকারের প্রাপ্য এ রাজস্ব। কারণ নগরীর অভিজাত মার্কেটের ভেতরই এবার বসানো হচ্ছে ভ্যাট বুথ। যেখানে ভ্যাট নিবন্ধন, ভ্যাট প্রদান ও চালানের কাগজ সংগ্রহ করা যাবে অনায়াসেই।

চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার আকবর হোসেন চৌধুরী জানান, নগরীর পাঁচটি মার্কেটে আগামী সপ্তাহের মধ্যে এসব ভ্যাট বুথ স্থাপন করা হবে।

ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) এর মাধ্যমে ক্রেতারা এসব বুথে ভ্যাট দেওয়া ও চালান সংগ্রহ করতে পারবে।

জানা গেছে, আগামীকাল রোববার (৩০ মে) নগরীর ইউনেসকো সিটি সেন্টার, সোমবার (৩১ মে) সানম্যার ওশ্যান সিটি, মঙ্গলবার (১ জুন) মিমি সুপার মার্কেট এবং বুধবার (২ জুন) আফমি প্লাজা এবং খুলশী টাউন সেন্টারে এসব বুথ স্থাপন করা হবে।

তিনি জানান, এর আগেও নগরীর কয়েকটি মার্কেটে আমরা ভ্যাট বুথ বসিয়েছিলাম। সেখানে ক্রেতা, বিক্রেতাদের মাঝে সচেতনতা তৈরির পাশাপাশি আমার অন্য সময়ের তুলনায় তিনগুণ ভ্যাট বেশি আদায় করেছি। তারই ধারাবাহিকতায় আমরা নগরীর সব মার্কেটে এটি করতে যাচ্ছি। ভবিষ্যতে এ কাজের পরিধি আরও বাড়াতে চাই।

চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উপ-কমিশনার সাইদ আহমেদ রুবেল জানান, ইএফডি মেশিনে ভ্যাট সংগ্রহ পদ্ধতি জাতীয় রাজস্ব বোর্ডের নতুন একটি পদক্ষেপ। এ মেশিনে হয়রানিমুক্ত ভ্যাট প্রদান করা যায়। তাই আমরা চাচ্ছি ইএফডিকে জনপ্রিয় করতে। সাধারণ মানুষ ও বিক্রেতারা যাতে এ মেশিনটির সঙ্গে পরিচিত হয় সেটিই আমরা চাই। এ মেশিনে জমা হওয়া রাজস্ব সরাসরি একটি সফটওয়্যারের মাধ্যমে এন বিআরে জমা পড়ে। ফলে মাঝখানে কেউ ফাঁকি বা অনিয়ম করার আর সুযোগ থাকে না।

মেশিনটির মাধ্যমে একটি দোকান প্রতিদিন কত বিক্রি করলো এবং তার ভ্যাট কত আসলো তা জানা যাবে। একই সঙ্গে দিনের ভ্যাট দিনেই জমা পড়বে।

তিনি বলেন, আমরা ভ্যাট ব্যবস্থা জনমুখী করতে চাই। সহজ করতে চাই। তারই একটি পদক্ষেপ হলো মার্কেটে বুথ স্থাপন।

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার