চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক শিরীণ আখতার।
আজ বুধবার বিকেলে অফিস থেকে বাসায় ফিরে অসুস্থ হয়ে পড়েন অধ্যাপক শিরীণ আখতার। একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তাঁর জ্ঞান ফিরেছে। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের কারণে এমনটা হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসকেরা।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান। তিনি বলেন, ‘আমাদের উপাচার্য সারা দিন অফিস করে বাসায় যাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেললে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তাঁর জ্ঞান ফিরেছে। তিনি চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের কারণে এমনটা হয়েছে বলে তাঁরা ধারণা করছেন।