চাঁদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি এবং আমদানি করা ওষুধের যথাযথ ডকুমেন্টস না থাকায় দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে শহরের বিপণিবাগ ও শহীদ মুক্তিযোদ্ধা সড়ক হকার্স মার্কেট এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই অভিযান চালান।
আব্দুল্লাহ আল ইমরান বলেন, ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি করায় জনতা আইসক্রিম মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া আমদানি করা ওষুধের যথাযথ কাগজপত্র না থাকায় একজন ফার্মেসি মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।