হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

যারা আমাকে ভোট দিয়েছেন তাঁদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব: উকিল আব্দুস সাত্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

যারা আমাকে ভোট দিয়েছেন তাদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে বিজয়ী উকিল আবদুস সাত্তার ভূঁইয়া। জয়লাভের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। 
এ সময় উকিল আবদুস সাত্তার বলেন, ‘সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমার জন্য তো দুঃসময়ই ছিল। এই দুঃসময়ে যারা আমাকে ভোট দিয়েছেন, জয়ী করানোর চেষ্টা করেছেন, তাদের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকব। আমার সাধ্য অনুযায়ী এলাকাবাসীর উপকারে আসার চেষ্টা করব।’

বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। এরপর রাত সোয়া ৯টার দিকে উপনির্বাচনের নিয়ন্ত্রণকক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম ভোটের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে ৪৪ হাজার ৯১৬ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূঁইয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির আবদুল হামিদ পেয়েছেন ৯ হাজার ৬৩৫ ভোট।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া জাতীয় সংসদ থেকে পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। এই উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবারও অংশ নিয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। তিনি এই আসনে পাঁচবার সংসদ সদস্য ছিলেন।

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট