হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

আখাউড়ায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে গ্রেপ্তার ৭

আখাউড়া প্রতিনিধি 

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে দুই নারীসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা এবং দণ্ডবিধির ২৯০ ধারায় মামলা করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন।

গ্রেপ্তারকৃতরা সবাই ব্রাহ্মণবাড়িয়া ও আশপাশের জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আখাউড়া পৌর এলাকার সড়ক বাজারের ইমন বোডিংয়ের দোতলায় অভিযান চালিয়ে এদের আটক করে আখাউড়া থানা-পুলিশ।

পুলিশ জানায়, হোটেলটির একটি কক্ষে নারী-পুরুষ একত্রে অবস্থান করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল এবং এতে এলাকাবাসীর মধ্যে চরম বিরক্তি ও অসন্তোষ তৈরি হয়। অভিযানের সময় পুলিশ এদের আটক করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা তাদের অবস্থান ও কর্মকাণ্ডের বিষয়ে সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেনি।

আখাউড়া থানার ওসি ছমিউদ্দিন জানান, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা এবং দণ্ডবিধির ২৯০ ধারায় (জনবিরক্তিকর কর্মকাণ্ড) মামলা করে এদের আদালতে পাঠানো হয়েছে।

২-৪টি আসনের জন্য নয়, জোট হবে ন্যায্যতার বিচারে আসন সমঝোতার ভিত্তিতে: নুরুল হক নুর

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

বেকারির প্যাটিসে তেলাপোকা, গুনতে হলো লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে ফের গোলাগুলি: যুবক নিহত, আহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে এলোপাতাড়ি গুলিতে আহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মীর মুগ্ধের ম্যুরালে কালি লেপন

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জেরে সংঘর্ষে নিহত ১, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা নারীসহ আটক ২

নির্বাচন হবে কি না তা নিয়ে জনমনে প্রশ্ন আছে: রুমিন ফারহানা