হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

দেশে বেড়াতে আসার একদিন আগেই মারা গেলেন মুব্বাশির

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সৌদি আরব প্রবাসী মুব্বাশির ভূঁইয়া আজ বুধবার দেশে বেড়াতে আসতে চেয়েছিলেন। কিন্তু গতকাল মঙ্গলবার তিনি স্ট্রোক করে মারা গেছেন। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আখাউড়া দক্ষিণ ইউনিয়নের সাহেবনগর গ্রামে। সৌদি থেকে মুবাশ্বিরের এক বন্ধু গতকাল বিকেলে মোবাইল ফোনে তাঁর বাড়িতে মৃত্যুর খবর জানান।

মুব্বাশির মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. জালাল উদ্দিন। তিনি বলেন, ‘মুব্বাশিরের মৃত্যুর সংবাদটি পেয়েছি। তাঁর পরিবারে খোঁজ-খবর রাখছি। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মরদেহ দ্রুত যেন দেশে আসে সরকারের কাছে সেই দাবি জানাচ্ছি।’

মুব্বাশিরের ছোট ভাই মুকাদ্দেস ভুঁইয়া জানান, ঈদের পর ছুটিতে আজ বাড়িতে আসার কথা ছিল মুব্বাশিরের। পরিবারের সদস্যরা তাঁর আগমনের অপেক্ষায় ছিলেন। কিন্তু আসার আগের দিন তাঁর মৃত্যু সংবাদ পেল পরিবার। মুহূর্তের মধ্যেই সব আনন্দ ফিকে হয়ে হয়ে গেছে।

মুকাদ্দেস বলেন, ‘চার বছর আগে পরিবারের সুখের আশায় সৌদি আরবের জেদ্দায় যান ভাই। এরই মধ্যে ছয় মাস আগে দেশে এসে ছুটি কাটিয়ে আবার প্রবাসে চলে যান। ঈদের পর আজ ছুটিতে দেশে আসার কথা ছিল। আমি গাড়ি ভাড়া করে রেখে ছিলাম। কিন্তু এর আগেই স্ট্রোক করে মারা গেছেন তিনি।’

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

ফলের দোকানে অটোরিকশার ধাক্কার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

নানা বয়সী দৌড়বিদদের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ায় হাফ ম্যারাথন

নবীনগরে দুর্বৃত্তের হামলায় যুবক গুলিবিদ্ধ

২-৪টি আসনের জন্য নয়, জোট হবে ন্যায্যতার বিচারে আসন সমঝোতার ভিত্তিতে: নুরুল হক নুর

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

বেকারির প্যাটিসে তেলাপোকা, গুনতে হলো লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে ফের গোলাগুলি: যুবক নিহত, আহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে এলোপাতাড়ি গুলিতে আহত ৩