হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার অর্জনগুলো দাঙ্গা-মারামারির কারণে ম্লান হয়ে যায়: জেলা প্রশাসক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার অনেক অর্জন। ব্রাহ্মণবাড়িয়ার এ অর্জনগুলো দাঙ্গা ও গোষ্ঠীগত মারামারির কারণে ম্লান হয়ে যায় বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক শাহগীর আলম। 

আজ মঙ্গলবার সকালের দিকে আখাউড়া উপজেলা মডেল মসজিদের সামনে বাংলাদেশ স্কাউটস আখাউড়া উপজেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় দাঙ্গা বিরোধী ক্যাম্পেইনে জেলা প্রশাসক এসব কথা বলেন। 

জেলা প্রশাসক আরও বলেন, ‘আইনমন্ত্রী আনিসুল হক কসবা-আখাউড়ায় সংসদ সদস্য হওয়ার পর থেকে দাঙ্গা বন্ধ হয়েছে। আবার যদি আপনারা এই দাঙ্গা হাঙ্গামা করেন, তাহলে আইনমন্ত্রীর অর্জনগুলো ম্লান হবে। তিনি শুধু আখাউড়া-কসবার নয়, তিনি জাতীয় পর্যায়ের একজন ব্যক্তিত্ব; তাঁর অর্জনগুলো যেন ম্লান না হয়।’ 

পুলিশ সুপার সাখাওয়াত হোসেন সম্পর্কে তিনি বলেন, পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়ায় যোগদানের পর থেকে দাঙ্গায় ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধারের প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। দেশীয় অস্ত্র উদ্ধার চলমান রাখার আহ্বান জানান জেলা প্রশাসক। 

এ সময় আরও বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অংগ্যজাই মারমা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জামশেদ শাহ, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

ফলের দোকানে অটোরিকশার ধাক্কার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০