হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

কলেজছাত্রীর গোসলের ভিডিও ধারণ করে ‘ব্ল্যাকমেল’: ছাত্রদলের নেতা গ্রেপ্তার

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কলেজছাত্রীর গোসলের ভিডিও গোপনে ধারণ করে ব্ল্যাকমেল করার চেষ্টার অভিযোগে ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার আড়াইবাড়ী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ছাত্রদল নেতা হলেন—দেলোয়ার হোসেন (২৯)। তিনি কসবা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। দেলোয়ার ওই এলাকার আকসিনা গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।

কসবা থানার পুলিশ বলছে, এক কলেজছাত্রীর গোসলের ভিডিও বাথরুমের ভেন্টিলেটর দিয়ে গোপনে ধারণ করেন দেলোয়ার। পরে একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে কল দিয়ে ব্ল্যাকমেল করে ৫ লাখ টাকা দাবি করেন এবং তাঁর সঙ্গে রাতযাপনের প্রস্তাব দেন। প্রস্তাব না মানলে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন ওই কলেজছাত্রীকে। পরে ভুক্তভোগী কলেজছাত্রী বিষয়টি পরিবারকে জানালে তার পরিবার থানায় ওই নম্বর দিয়ে অভিযোগ করলে পর্নোগ্রাফি আইনে মামলা করা হয়। পরে পুলিশ প্রযুক্তির সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রযুক্তির মাধ্যমে অবস্থান শনাক্ত করে দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়। দেলোয়ারের মোবাইল ফোনে গোসলের ভিডিওটি পাওয়া গেছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে পার্শ্ববর্তী ভৈরব থানায় তিনটি মামলা রয়েছে।’

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

বেকারির প্যাটিসে তেলাপোকা, গুনতে হলো লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে ফের গোলাগুলি: যুবক নিহত, আহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে এলোপাতাড়ি গুলিতে আহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মীর মুগ্ধের ম্যুরালে কালি লেপন

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জেরে সংঘর্ষে নিহত ১, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা নারীসহ আটক ২

নির্বাচন হবে কি না তা নিয়ে জনমনে প্রশ্ন আছে: রুমিন ফারহানা

সনদ জটিলতায় আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় ফের রেললাইনে আগুন