হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

কসবায় কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ শুরু

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কৃষকের কাছ থেকে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার কৃষক মো. ইয়াছিন মিয়ার কাছ থেকে তিন টন ধান ক্রয়ের মাধ্যমে এ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। 

উপজেলা খাদ্য কর্মকর্তা কাওসার সজিবের সভাপতিত্বে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান। বিশেষ অতিথি ছিলেন কসবা পৌর মেয়র গোলাম হাক্কানী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন। 

উপস্থিত ছিলেন–কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, সহসভাপতি নেপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক আবুল খায়ের স্বপন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ শহীদুল্লাহ, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মোজাম্মেল হোসেন প্রমুখ। 

জানা গেছে, উপজেলার ১০ ইউনিয়ন ও একটি পৌরসভায় কৃষি অ্যাপের মাধ্যমে ধান বিক্রয়ে আবেদন করেন এক হাজার ২৯ জন কৃষক। এদের মধ্যে এক হাজার ২১ জন কৃষকের আবেদন গৃহীত হয়। ৮ জন কৃষকের আবেদন বাতিল করা হয়। 

গৃহীত এক হাজার ২১ জন কৃষকদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৩২০ জন কৃষককে বাছাই করেন উপজেলা প্রশাসন। তাদের কাছ থেকে আগামী ৩১ আগস্টের মধ্যে এক হাজার ১১৮ মেট্রিকটন ধান ক্রয় করা হবে বলেন জানান উপজেলা খাদ্য কর্মকর্তা। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতি কৃষকের কাছ থেকে সর্বোচ্চ তিন টন ধান ক্রয় করা হবে। প্রতি কেজি ধান ৩০ টাকা দরে এক হাজার ২০০ টাকা মন কেনা হবে এই ধান। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিমুল এহসান খান আজকের পত্রিকাকে বলেন, ‘লটারির মাধ্যমে বিজয়ী কৃষকদের কাছ থেকে কেনা হবে এই ধান। ধান বিক্রি করতে এসে কৃষক যেন কোনো প্রকার হয়রানির শিকার না হয় সেদিকে নজরদারি থাকবে। কৃষক এবং গুদাম কর্মকর্তার মাঝখানে মধ্যস্বত্বভোগীরা না আসতে পারে সেদিকেও নজর থাকবে উপজেলা প্রশাসনের।’

স্বতন্ত্রের চাপে বিএনপি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা