হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

সিসিটিভি দেখে লোকজনের গতিবিধি পর্যবেক্ষণ, নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার 

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বায়েক ইউনিয়নের খাদলা গ্রামে, কুমিল্লা-সিলেট মহাসড়কের সৈয়দাবাদ এলাকায় ও কসবা পৌর এলাকার শাহপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার খাদলা গ্রামের নুরুজ্জামানের স্ত্রী আয়েশা বেগম (২৬), পৌর এলাকার শাহপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে মো. সাত্তার মিয়া (২৮) ও সেলিম মিয়া (৩২)। 

কসবা থানার পুলিশ বলছে, আয়েশা বেগমের গোয়ালঘর থেকে ২৭ কেজি গাঁজা, একটি ওয়ালটন সিসিটিভি মনিটর ও চারটি সিসিটিভি ক্যামেরা জব্দ করা হয়েছে এবং সৈয়দাবাদ এলাকার মহাসড়ক থেকে একটি পরিত্যক্ত প্রাইভেট কারসহ ১০ কেজি গাঁজা এবং শাহপুর থেকে ৩২ কেজি গাঁজাসহ একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে। 

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ৬৯ কেজি গাঁজা, চারটি সিসিটিভি ক্যামেরা ও একটি মনিটর জব্দ করা হয়। মাদক পাচারে ব্যবহৃত দুটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে। মাদক কারবারি আয়েশা বেগম সিসিটিভি মনিটর দ্বারা অপরিচিত লোকজনের আসা-যাওয়া পর্যবেক্ষণ করে মাদক কারবার পরিচালনা করতেন। আটককৃতদের মামলা করে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ