হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ১২ নারী-পুরুষ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

অবৈধভাবে ভারতে পাচার হওয়া ১২ জন বাংলাদেশির প্রত্যাবাসন হয়েছে। আজ ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহযোগিতায় তাঁদের ফেরত পাঠিয়েছে ভারত সরকার। পাচার হওয়া ব্যক্তিদের মধ্যে ৬ জন নারী ও ৬ জন পুরুষ।

আজ মঙ্গলবার দুপুরে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে আখাউড়া-আগরতলা ইমিগ্রেশন সীমান্তের শূন্য রেখায় ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তারের কাছে হস্তান্তর করেন।

পাচারের শিকার হওয়া ব্যক্তিরা জানান, ভালো কাজের প্রলোভনে দালালের খপ্পরে পড়ে অবৈধ সীমান্তপথে তাঁরা ভারতে পাড়ি জমান। পরে দালালেরা তাঁদের সেখানে ফেলে পালিয়ে আসে। এরপর ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময় তাঁদের আটক করে জেল-হাজতে পাঠায়।

ত্রিপুরার বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ বলেন, ১২ জন বাংলাদেশি নাগরিককে প্রত্যাবাসন করা হয়েছে। তাঁরা কাজের সন্ধানে অবৈধ সীমান্তপথে দালাল চক্রের মাধ্যমে ভারতে অনুপ্রবেশ করেন। পরবর্তী সময়ে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। পরে দুই দেশের উচ্চপর্যায়ে আনুষ্ঠানিকতা শেষে তাঁদের স্বজনদের কাছে তুলে দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী হাইকমিশনের প্রথম সচিব মো. রেজাউল হক চৌধুরী, প্রথম সচিব মো. আল আমিন, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ওসি হাসান আহমেদ ভূঁইয়া, আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টের ব্যবস্থাপক দেবাশীষ নন্দী, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ডেপুটি ম্যানেজার শায়লা শারমিন প্রমুখ।

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

ফলের দোকানে অটোরিকশার ধাক্কার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

নানা বয়সী দৌড়বিদদের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ায় হাফ ম্যারাথন