হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ছেলের মৃত্যুর খবরে ১ ঘণ্টা পর মারা গেলেন মা 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় ছেলে মারা যাওয়ার এক ঘণ্টা পর মারা গেলেন মা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাগর মিয়া মারা যান। এর এক ঘণ্টা পর মা হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান।

জেলার সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের দক্ষিণ জগৎসার উত্তর পাড়ায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। তাঁরা হলেন ইদ্রিস মিয়ার স্ত্রী মোর্শেদা বেগম (৬৫) ও তাঁর ছেলে সাগর মিয়া (৩৮)।

মৃতের পরিবারের লোকজন জানান, সাগর মিয়ার আগে থেকেই হার্টের সমস্যা ছিল। গতকাল সকালে তাঁর হার্ট অ্যাটাক করলে তাঁকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুর সংবাদ শুনে সাগরের মা হৃদ্‌রোগে আক্রান্ত হন। পরে তাঁকে স্থানীয় হাসপাতালে নিলে রাত ১০টার দিকে তিনিও মারা যান।

একই সঙ্গে মা-ছেলের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মাছিহাতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আল-আমিন পাভেল বলেন, সাগর মিয়া পেশায় অটোরিকশাচালক। সাগরের মৃত্যুর সংবাদ শুনে তাঁর মাও মারা যান। ঘটনাটি হৃদয়বিদারক।

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

ফলের দোকানে অটোরিকশার ধাক্কার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

নানা বয়সী দৌড়বিদদের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ায় হাফ ম্যারাথন

নবীনগরে দুর্বৃত্তের হামলায় যুবক গুলিবিদ্ধ

২-৪টি আসনের জন্য নয়, জোট হবে ন্যায্যতার বিচারে আসন সমঝোতার ভিত্তিতে: নুরুল হক নুর

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

বেকারির প্যাটিসে তেলাপোকা, গুনতে হলো লাখ টাকা জরিমানা