হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

নিখোঁজের এক দিন পর তিতাস নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের এক দিন পর এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে অরুয়াইল বাজারের পাশ দিয়ে প্রবাহিত তিতাস নদী থেকে শহিদ মিয়া (৬২) নামের ওই বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শহিদ মিয়া অরুয়াইল ইউনিয়নের রাণীদিয়া গ্রামের মৃত কালা মিয়ার ছেলে। তাঁর চার মেয়ে ও তিন ছেলে রয়েছে।

স্থানীয় লোকজন ও স্বজনেরা জানান, শনিবার ভোরে ফজরের নামাজ পড়ে বাড়ি থেকে বের হন শহিদ মিয়া। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রোববার বেলা ১১টার দিকে অরুয়াইল দক্ষিণ বাজার এলাকার তিতাস নদীতে একটি লাশ ভাসতে দেখেন যাত্রীবাহী নৌকার লোকেরা। খবর পেয়ে লাশটি উদ্ধার করে সরাইল থানার পুলিশ। পরে শহিদ মিয়ার ছেলে মোস্তাকিম তাঁর বাবার লাশ শনাক্ত করেন।

শহিদ মিয়ার মেয়েজামাই কিতাব আলী মাস্টার বলেন, ‘কুলিয়ারচর থেকে নৌকায় করে বাঁশ আনার উদ্দেশ্যে শনিবার ভোরে বাড়ি থেকে বের হন। রাতে বাড়িতে না ফেরার কারণে আমাদের মনে সন্দেহ জাগে। আমরা খোঁজাখুঁজি করতে থাকি। খোঁজ না পেয়ে রোববার সকালে সরাইল থানায় জিডি করা হয়। আজ বেলা ১১টায় তিতাস নদীতে তাঁর লাশ পাওয়া যায়।’

সরাইল থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

বেকারির প্যাটিসে তেলাপোকা, গুনতে হলো লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে ফের গোলাগুলি: যুবক নিহত, আহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে এলোপাতাড়ি গুলিতে আহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মীর মুগ্ধের ম্যুরালে কালি লেপন

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জেরে সংঘর্ষে নিহত ১, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা নারীসহ আটক ২

নির্বাচন হবে কি না তা নিয়ে জনমনে প্রশ্ন আছে: রুমিন ফারহানা

সনদ জটিলতায় আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ