হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

জমি নিয়ে বিরোধ, ব্রাহ্মণবাড়িয়ায় ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ময়না বেগম (৪৬) নামের এক নারীকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাঁর ছেলে মহিম (১৪) গুরুতর আহত হয়েছে। আজ সোমবার ভোরে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের পুথাই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ময়না বেগম ওই এলাকার মানিক মিয়ার স্ত্রী। মানিক মিয়া বলেন, ‘আমার ভাই রাব্বি মিয়া, মাহফুজ মিয়া, সৎভাই জুয়েল মিয়া, চাচা দুধ মিয়ার ছেলে শাহ আলম ও রুহুল আমিনের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। তারা জোর করে আমার পুকুর দখল করে মাটি কেটে বিক্রি করে দিচ্ছে। এর প্রতিবাদ করায় দুই সপ্তাহ আগে তারা আমাকে কুপিয়ে রক্তাক্ত করেছে। আমি এখনো হাসপাতালে।’

মানিক মিয়া আরও বলেন, ‘আজ ভোরে তারা আমার বাড়িতে হামলা করে। এ সময় আমার স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে ঘরে ছিল। তারা আমার স্ত্রী ও ছেলেকে কুপিয়ে জখম করেছে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে স্ত্রীর মৃত্যু হয়।’

এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

ফলের দোকানে অটোরিকশার ধাক্কার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

নানা বয়সী দৌড়বিদদের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ায় হাফ ম্যারাথন