হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

৭ দিন পর বাসায় ফিরে আসিফ বললেন, ‘চাপে পড়ে’ সরে গিয়েছিলাম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

পরিবার থেকে নিখোঁজ দাবি করা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ নিজ বাড়িতে ফিরেছেন। আজ বৃহস্পতিবার স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে আশুগঞ্জের বাসায় ফেরেন তিনি। নিখোঁজের অভিযোগের বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হলে আবু আসিফ আহমেদ বলেন, ‘নির্বাচন ঘনিয়ে আসায় আমি চাপ অনুভব করছিলাম। তাই সরে গিয়েছিলাম। নির্বাচন শেষ হওয়ায় আমি ফিরে এসেছি।’

তার স্ত্রী মেহেরুন নিসা মেহরিন বলেন, ‘এমনটা করার কারণ জানতে চাইলে তিনি আমাকে বলেন, অনেক ভয় পাচ্ছিলেন। তাঁর হাতে মোবাইল ছিল না। সে জন্যে কারও সঙ্গে যোগাযোগ করেননি। অন্য নম্বর থেকেও ফোন দেওয়ার সাহস পাননি। আমাকে বলেছেন আতঙ্কে ছিলেন। যেহেতু ইলেকশন শেষ, আতঙ্ক নেই। তাই চলে এসেছেন।’

এর আগে আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন ঢাকার বাসায় আবু আসিফের অবস্থানের তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন।

পুলিশ সুপার জানান, আবু আসিফ আহমেদ নিখোঁজ থাকার বিষয়ে তাঁর স্ত্রী থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। এ বিষয়ে খোঁজ নিতে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আসিফের সন্ধান পাওয়ার বিষয়টি তাকে নিশ্চিত করেন।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরগাড়ি প্রতীক নিয়ে নির্বাচন করা আবু আসিফ আহমেদ গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এরপর গত ৩১ জানুয়ারি বিকেলে তার স্ত্রী মেহেরুন্নিসা মেহেরুন স্বামীর সন্ধানের দাবিতে ইমেইলের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত আবেদন করেন। পরে তিনি আশুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন।

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট