হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

শিশু ধর্ষণ ও হত্যার দায়ে ব্রাহ্মণবাড়িয়ায় একজনের মৃত্যুদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোবারক মিয়া ওরফে কানাই মিয়া নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. রেজাউল করিম এই রায় দেন। একই সঙ্গে আসামিকে আরও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি সরাইল উপজেলার পশ্চিম কুট্রাপাড়ার নিবু মিয়ার ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। 

ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক কাজী দিদারুল আলম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৬ ডিসেম্বর সন্ধ্যার পর প্রতিবেশীর বাড়িতে যাওয়ার জন্য বের হয় ওই শিশু। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরদিন ১৭ ডিসেম্বর সন্ধ্যায় তার মরদেহ বাড়ির কাছের একটি বাঁশঝাড় থেকে উদ্ধার করে পুলিশ। 

পরে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সরাইল থানায় ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা করেন ভুক্তভোগীর মা ফেরদৌসী বেগম। মামলার একদিন পর মোবারক মিয়া ওরফে কানাই মিয়াকে (৫০) আটক করে পুলিশ। পরে তিনি আদালতে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। 

 ২০২০ সালের সেপ্টেম্বর মাসে মোবারক মিয়া ওরফে কানাই মিয়াকে অভিযুক্ত করে আদালতে পুলিশ অভিযোগপত্র দাখিল করে। সব সাক্ষ্যপ্রমাণ শেষে আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রেজাউল করিম এই মামলায় মোবারক মিয়া ওরফে কানাই মিয়াকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। পরে পুলিশের পাহারায় আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়। 

রায় ঘোষণার সময় বাদীপক্ষের আইনজীবী সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভেকেট সৈয়দ মেরাজুল ইসলাম ও বিবাদীপক্ষে অ্যাডভেকেট আবু তাহের আদালতে উপস্থিত ছিলেন।

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট