হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

কসবায় পাহাড় কাটার সময় মাটিচাপায় মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পাহাড়ের মাটিচাপায় সাইমন মিয়া (২৫) নামে এক ট্রাক্টরশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার উপজেলার বায়েক ইউনিয়নের বড় বায়েক এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সাইমন মিয়া ওই গ্রামের সুলতান মিয়ার ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় কালা মিয়াসহ একটি চক্র পাহাড়ের মাটি অবৈধভাবে বিক্রি করে আসছিল। গত কয়েক দিন বড় বায়েক গ্রামের ওহাব মাস্টার ও ইউছুফ মিয়ার মালিকানাধীন একটি পাহাড় থেকে কালা মিয়াসহ চক্রটি ভেকু দিয়ে মাটি কেটে বিক্রি করছিল।

ট্রাক্টর দিয়ে মাটি বিভিন্ন এলাকায় নেওয়া হয়। সেই মাটি বিক্রিতে ব্যবহৃত ট্রাক্টরশ্রমিক ছিলেন সাইমন মিয়া। রোববার ভোরে ট্রাক্টরে ভেকু দিয়ে মাটি লোড করা হচ্ছিল। এ সময় পাহাড়ের উপরিভাগের মাটি ধসে পড়ে সাইমন মিয়ার ওপর। তাঁকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান সাইমন মিয়া।

এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

বেকারির প্যাটিসে তেলাপোকা, গুনতে হলো লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে ফের গোলাগুলি: যুবক নিহত, আহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে এলোপাতাড়ি গুলিতে আহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মীর মুগ্ধের ম্যুরালে কালি লেপন

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জেরে সংঘর্ষে নিহত ১, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা নারীসহ আটক ২

নির্বাচন হবে কি না তা নিয়ে জনমনে প্রশ্ন আছে: রুমিন ফারহানা

সনদ জটিলতায় আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ