হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

সম্পর্কে মামা-ভাগনি, তাই মেনে নেয়নি পরিবার, বিয়ের ছয় মাস পর স্বামী-স্ত্রীর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বিয়ের ছয় মাসের মাথায় স্বামী-স্ত্রী কীটনাশক ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে তাঁদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। সোমবার রাতে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন জেলার বাঞ্ছারামপুর সদরের মৃত রফিক মিয়ার ছেলে সিয়াম (১৯) ও তাঁর স্ত্রী শাহিনুর (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহিনুরের আপন খালার দেবর সিয়াম। সে হিসাবে তাঁদের মামা-ভাগনির সম্পর্ক। খালার বাড়িতে যাতায়াতের সূত্রে সিয়ামের সঙ্গে শাহিনুরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ছয়-সাত মাস আগে পরিবারকে না জানিয়ে তাঁরা বিয়ে করেন। এরপর থেকে সিয়াম স্ত্রী শাহিনুর ও মাকে নিয়ে ভাড়া বাসায় থাকছিলেন।

কিন্তু সম্পর্কে মামা-ভাগনি হওয়ায় শাহিনুরের পরিবার এই বিয়ে মেনে নেয়নি। এ নিয়ে দুই পরিবারের মধ্যে অশান্তি বিরাজ করছিল। এরই জেরে গত সোমবার সিয়াম ও শাহিনুর চালের কেড়ি পোকা মারার ট্যাবলেট খান। অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা দুজনকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঢাকায় নেওয়ার পথে শাহিনুর মারা যান। আর নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ হাসপাতালে মারা যান সিয়াম।

এ ব্যাপারে বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, সিয়ামের মরদেহের ময়নাতদন্তসহ যাবতীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ। আর শাহিনুরের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

বেকারির প্যাটিসে তেলাপোকা, গুনতে হলো লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে ফের গোলাগুলি: যুবক নিহত, আহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে এলোপাতাড়ি গুলিতে আহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মীর মুগ্ধের ম্যুরালে কালি লেপন

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জেরে সংঘর্ষে নিহত ১, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা নারীসহ আটক ২

নির্বাচন হবে কি না তা নিয়ে জনমনে প্রশ্ন আছে: রুমিন ফারহানা

সনদ জটিলতায় আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ