হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

সম্পর্কে মামা-ভাগনি, তাই মেনে নেয়নি পরিবার, বিয়ের ছয় মাস পর স্বামী-স্ত্রীর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বিয়ের ছয় মাসের মাথায় স্বামী-স্ত্রী কীটনাশক ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে তাঁদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। সোমবার রাতে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন জেলার বাঞ্ছারামপুর সদরের মৃত রফিক মিয়ার ছেলে সিয়াম (১৯) ও তাঁর স্ত্রী শাহিনুর (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহিনুরের আপন খালার দেবর সিয়াম। সে হিসাবে তাঁদের মামা-ভাগনির সম্পর্ক। খালার বাড়িতে যাতায়াতের সূত্রে সিয়ামের সঙ্গে শাহিনুরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ছয়-সাত মাস আগে পরিবারকে না জানিয়ে তাঁরা বিয়ে করেন। এরপর থেকে সিয়াম স্ত্রী শাহিনুর ও মাকে নিয়ে ভাড়া বাসায় থাকছিলেন।

কিন্তু সম্পর্কে মামা-ভাগনি হওয়ায় শাহিনুরের পরিবার এই বিয়ে মেনে নেয়নি। এ নিয়ে দুই পরিবারের মধ্যে অশান্তি বিরাজ করছিল। এরই জেরে গত সোমবার সিয়াম ও শাহিনুর চালের কেড়ি পোকা মারার ট্যাবলেট খান। অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা দুজনকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঢাকায় নেওয়ার পথে শাহিনুর মারা যান। আর নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ হাসপাতালে মারা যান সিয়াম।

এ ব্যাপারে বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, সিয়ামের মরদেহের ময়নাতদন্তসহ যাবতীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ। আর শাহিনুরের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

ফলের দোকানে অটোরিকশার ধাক্কার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

নানা বয়সী দৌড়বিদদের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ায় হাফ ম্যারাথন

নবীনগরে দুর্বৃত্তের হামলায় যুবক গুলিবিদ্ধ

২-৪টি আসনের জন্য নয়, জোট হবে ন্যায্যতার বিচারে আসন সমঝোতার ভিত্তিতে: নুরুল হক নুর

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার