হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে এক বছরে ১৪৮ কোটি টাকার মাছ রপ্তানি 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ২০২১-২২ অর্থবছরে ১৪৮ কোটি টাকার মাছ ভারতে রপ্তানি করা হয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। গতকাল শনিবার আখাউড়া উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা রওনক জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা যায়, ২০২১-২২ অর্থবছরে আখাউড়া স্থলবন্দর দিয়ে বিভিন্ন প্রজাতির ৬ হাজার ৩৭৬ টন মাছ ভারতে রপ্তানি হয়েছে, যার মূল্য ১৪৮ কোটি ৪০ লাখ টাকা। জেলায় উৎপাদিত মাছ স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করা হয়। 

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা তাজমহল বেগম বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া মৎস্য উৎপাদনে উদ্বৃত্ত জেলা। এ জেলায় চাহিদার তুলনায় মাছের উৎপাদন বেশি হয়। গুণগত মানসম্পন্ন মাছের উৎপাদন নিশ্চিত করতে পারলে মাছ রপ্তানির পরিমাণ আরও বৃদ্ধি পাবে এবং বৈদেশিক মুদ্রা অর্জন হবে।’ 

উল্লেখ্য, আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন দুই থেকে আড়াই লাখ মার্কিন ডলার মূল্যের বরফায়িত মাছ, রড, সিমেন্ট, তুলা, প্লাস্টিক, এলপি গ্যাসসহ বিভিন্ন পণ্য ভারতে রপ্তানি করা হয়। রপ্তানিপণ্যের মধ্যে ৮০ শতাংশই রয়েছে বরফায়িত মাছ।

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

ফলের দোকানে অটোরিকশার ধাক্কার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

নানা বয়সী দৌড়বিদদের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ায় হাফ ম্যারাথন

নবীনগরে দুর্বৃত্তের হামলায় যুবক গুলিবিদ্ধ

২-৪টি আসনের জন্য নয়, জোট হবে ন্যায্যতার বিচারে আসন সমঝোতার ভিত্তিতে: নুরুল হক নুর

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

বেকারির প্যাটিসে তেলাপোকা, গুনতে হলো লাখ টাকা জরিমানা