ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়কের পাশ থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর পরিচয় জানা যায়নি। আজ শুক্রবার দুপুরে উপজেলার পত্তন ইউনিয়নের টানমনিপুর গ্রামের সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুপুরের দিকে সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের পাশে কচুরিপানার স্তূপের ওপর এক যুবকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। তাঁর পরিচয় জানা যায়নি। লাশ কচুরিপানা দিয়ে আংশিক ঢেকে রাখা ছিল। তাঁর পরিচয় ও হত্যায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।