হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

সাজাপ্রাপ্তদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ আরও শক্তিশালী করা হবে: আখাউড়ায় আইনমন্ত্রী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যাঁরা আইন ও আদালত দ্বারা সাজাপ্রাপ্ত, তাঁদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগকে আরও শক্তিশালী করা হবে। আজ শুক্রবার সকালে নিজের সংসদীয় এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবায় গণসংবর্ধনা অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। টানা তৃতীয়বারের মতো দেশের আইনমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাঁকে এই সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় মন্ত্রী আরও বলেন, ‘যাঁরা আমাদের দেশের আদালত দ্বারা সাজাপ্রাপ্ত এবং অত্যন্ত গর্হিত অপরাধ করেছেন, তাঁদের সবাইকে দেশে ফিরে আনার চেষ্টা অব্যাহত আছে। সরকারের তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শ্রম আইন সংশোধন বিল জাতীয় সংসদের আগামী অধিবেশনে পাস হবে বলে জানান আনিসুল হক।

ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আমি যতটুকু জানি, কাগজপত্রে দেখেছি, সেখান থেকে আমি এটুকু বলতে পারব, এই বিচারিক আদালতে সুষ্ঠুভাবে আইনের যেই ধারা সেই ধারা অনুযায়ী বিচার হয়েছে। আমি এর চেয়ে বেশি কিছু বলতে রাজি নই। কারণ যিনি সাজাপ্রাপ্ত হয়েছেন, নিশ্চয়ই আপিল করবেন। সেখানে এর কোনো প্রভাব পড়ুক সেটা আমি চাই না।’

স্বতন্ত্রের চাপে বিএনপি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা