হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

আখাউড়া সীমান্তে বিএসএফের ছোড়া গুলি লাগল বাংলাদেশির চোখের কাছে

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি  

বিএসএফের ছোড়া গুলিতে আহত আসাদুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী–বিএসএফের গুলিতে মো. আসাদুল ইসলাম (২৮) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ইটনা সীমান্তে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আসাদুল ইসলাম উপজেলার ইটনা গ্রামের বাসিন্দা ফেরদৌস মিয়ার ছেলে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসাদুল ইসলাম ইটনা সীমান্ত দিয়ে ভারতে ঢোকার সময় বিএসএফ সদস্যরা তাঁকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়েন। একটি গুলি আসাদুলের বাম চোখের পাশে লাগে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ঘটনার বিষয়ে সুলতানপুর বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান জানান, ঘটনাটি ভারতীয় অংশে একটি ছোট নদীর ধারে ঘটেছে। ওই যুবক নদী পার হওয়ার সময় তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ। গুলিটি তাঁর চোখের কাছে লাগে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি বর্তমানে শঙ্কামুক্ত।

ওই বিজিবি কর্মকর্তা আরও জানান, ঘটনার বিস্তারিত জানতে আহত ব্যক্তির সঙ্গে কথা বলা হচ্ছে। বিএসএফের সঙ্গেও যোগাযোগ চলছে। এ ঘটনায় পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

ফলের দোকানে অটোরিকশার ধাক্কার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

নানা বয়সী দৌড়বিদদের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ায় হাফ ম্যারাথন

নবীনগরে দুর্বৃত্তের হামলায় যুবক গুলিবিদ্ধ

২-৪টি আসনের জন্য নয়, জোট হবে ন্যায্যতার বিচারে আসন সমঝোতার ভিত্তিতে: নুরুল হক নুর

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

বেকারির প্যাটিসে তেলাপোকা, গুনতে হলো লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে ফের গোলাগুলি: যুবক নিহত, আহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে এলোপাতাড়ি গুলিতে আহত ৩