হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

নাসিরনগরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিকাশ সূত্রধর (৩৬) নামে এক মাদকাসক্ত সন্তানকে পুলিশকে দিয়েছেন বাবা। বিকাশ উপজেলার গোয়ালনগর ইউনিয়নের দক্ষিণদিয়া গ্রামের তারাপদ সূত্রধরের ছেলে। 

গতকাল বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুল হক ভূঁইয়া মাদকাসক্ত ওই যুবককে এক বছরের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন। 

বিকাশের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকাশ নেশা করে এলাকায় মারধর ও হাঙ্গামা করেন। তাঁর অত্যাচারে অতিষ্ঠ পরিবারের সদস্যসহ আশপাশের লোকজন। এমনকি তাঁর অত্যাচারে তাঁকে ছেড়ে চলে গেছেন স্ত্রী। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিকাশের বাবাসহ এলাকার লোকজন বিকাশকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিয়ে আসলে তাঁকে এ সাজা দেওয়া হয়। 

বাবা তারাপদ সূত্রধর বলেন, ‘ছেলের অত্যাচার আর নির্যাতন সহ্য করতে না পেরে এলাকার লোকজনের সহায়তায় আটক করে এখানে নিয়ে আসছি। বিকাশের অত্যাচারে সবাই অতিষ্ঠ। তাই বাবা হয়ে পুলিশে দিলাম সন্তানকে।’ 

গোয়ালনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. আজহারুল হক বলেন, ‘বিকাশ মাদকাসক্ত হওয়ায় সে এলাকার পরিবেশ নষ্ট করছে। গতকাল বিকেলে তার বাবা ও অন্যরা মিলে তাকে আটক করে ইউএনও স্যারের নিকট নিয়ে যায়। দু-তিন দিন আগেও সে এক ব্যক্তিকে মারধর করে মাথা পাঠালে পরে ওই ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসা করাতে হয়েছে।’ 

নাসিরনগর উপজেলার ইউএনও মো. ইমরানুল হক ভূঁইয়া বলেন, ‘ছেলেটি মাদকাসক্ত। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। তবে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’ 

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহাগ রানা বলেন, ‘ইউএনও স্যার মাদকাসক্ত ওই যুবককে এক বছরের কারাদণ্ড দেওয়ায় তাকে পরে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট