হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

কুয়েতে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

নিহত শেখ আবু বাক্কার। ছবি: সংগৃহীত

কুয়েতে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত ৩টার (বাংলাদেশ সময়) দিকে প্রাইভেট কার দুর্ঘটনায় তিনি মারা যান।

নিহত ওই যুবকের নাম শেখ আবু বাক্কার (৩৪)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা চাতলপাড় ইউনিয়নের কচুয়া সরিষাপুর গ্রামের মো. শেখ কবির আনসারীর ছেলে। আবু বাক্কার তিন পুত্রসন্তানের বাবা।

আবু বাক্কারের স্বজনেরা জানান, প্রায় ২০ বছর ধরে কুয়েতে প্রবাসজীবন যাপন করছেন আবু বাক্কার। সেখানে তিনি প্রাইভেট কারে রাইড শেয়ারিং করতেন। ঘটনার দিন কুয়েতে রাইড শেয়ারিং করতে গিয়ে তাঁর প্রাইভেট কারটি দুর্ঘটনার শিকার হয়। সেখানে তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

এ বিষয়টি নিশ্চিত করেন নিহতের চাচতো ভাই শেখ আবু সামা আনসারী। তিনি বলেন, ‘আমার ভাইয়ের লাশ দেশে ফিরিয়ে আনার জন্য চেষ্টা চলছে।’

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে এখনও বিস্তারিত জানতে পারিনি। তবে আমি খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি।’

রুমিন ফারহানাকে রিটার্নিং কর্মকর্তার নোটিশ, সশরীরে হাজিরের নির্দেশ

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন সাবেক এমপি মুশফিকুর রহমান

আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না, স্যার— ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা

স্বতন্ত্রের চাপে বিএনপি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর