হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

স্রোতে ভেসে গেল দুই বোন, সকালে মিলল লাশ

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

পানিতে ডুবে প্রাণ গেছে দুই বোনের। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাঠে গরু আনতে গিয়ে নদীর স্রোতে ভেসে গিয়ে দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (৩০ মে) বিকেলে উপজেলার গোকর্ণ ইউনিয়নের আকাশিয়া বিল এলাকায় এ ঘটনা ঘটে। পরে আজ শনিবার (৩১ মে) সকালে তাদের লাশ পাওয়া যায়।

মৃত শিশুরা হলো গোকর্ণ ইউনিয়নের গোকর্ণ গ্রামের মধ্যপাড়ার মিনার আলীর মেয়ে মারিয়া বেগম (১১) ও তানিয়া বেগম (৮)। সম্প্রতি মিনার আলী বিদেশে চলে গেছেন। তাঁর চার সন্তানের মধ্যে মারিয়া ও তানিয়া বড়।

মৃত শিশুদের পরিবার ও স্থানীয়রা জানায়, অন্য দিনের মতো শুক্রবার দুপুরে আকাশিয়া বিলে গরু আনতে যায় মারিয়া ও তানিয়া। গরু আনতে গিয়ে দুই বোন খেলাধুলা করতে থাকে। পরে বিকেল ৪টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হলে গরু নিয়ে আসার পথে আকাশিয়া বিলের বেড়িবাঁধ এলাকায় নদী পার হওয়ার সময় স্রোতের টানে তারা পানিতে ডুবে যায়। তারপর অনেক খোঁজাখুঁজির করে আজ শনিবার সকালে স্থানীয়দের সহযোগিতায় তাদের লাশ উদ্ধার করা হয়।

দুই শিশুর চাচা দুলাল মিয়া বলেন, ‘মাঠে গরু আনতে গিয়ে আসার সময় আমার ভাতিজিরা স্রোতের টানে ডুবে যায়। তাদের লাশ উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ অনেক চেষ্টা করেছে। পরে আজ সকালে আমরা নদীতে তাদের লাশ পাই।’

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ আছে। তদন্ত করে লাশ দাফনের অনুমতিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা নাসরিন বলেন, ‘গতকাল রাতে শোনামাত্রই আমি ঘটনাস্থলে এসি ল্যান্ডকে পাঠিয়েছি। সকালে ডুবুরি দল আসার আগেই তাদের লাশ ভেসে উঠেছে। ঘটনাটি খুবই মর্মান্তিক।’

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

বেকারির প্যাটিসে তেলাপোকা, গুনতে হলো লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে ফের গোলাগুলি: যুবক নিহত, আহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে এলোপাতাড়ি গুলিতে আহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মীর মুগ্ধের ম্যুরালে কালি লেপন

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জেরে সংঘর্ষে নিহত ১, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা নারীসহ আটক ২

নির্বাচন হবে কি না তা নিয়ে জনমনে প্রশ্ন আছে: রুমিন ফারহানা

সনদ জটিলতায় আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় ফের রেললাইনে আগুন