হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

আশুগঞ্জে একসঙ্গে দম্পতির মৃত্যু, পরিবারের দাবি অভাব-অনটনে আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল। ছবি: আজকের পত্রিকা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের কুড়েরপাড় এলাকায় এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে ঘটে যাওয়া এই ঘটনায় পরিবারের দাবি, অভাব-অনটন ও মানসিক চাপ থেকে তাঁরা আত্মহত্যা করেছেন।

নিহতরা হলেন আল আমিন (২৫) ও তাঁর স্ত্রী জরিনা বেগম (২০)। আল আমিন ওই এলাকার নান্নু মিয়ার ছেলে এবং জরিনা নোয়াপাড়া গ্রামের ইদ্রিস মিয়ার মেয়ে। তাঁদের সংসারে রয়েছে এক ছেলে ও এক মেয়ে। আল আমিন পেশায় ছিলেন ব্যাটারিচালিত অটোরিকশার চালক।

জরিনার ভাই আনোয়ার হোসেন জানান, দীর্ঘদিনের টানাপোড়েনের কারণে তাঁদের মধ্যে মানসিক চাপ বাড়ছিল। কিছুদিন আগে কিস্তিতে কেনা ইজিবাইকটি বিক্রি করে দেন আল আমিন। এর পর থেকেই দাম্পত্য কলহ শুরু হয়। হতাশা, দুঃখ ও ক্ষোভ থেকে তাঁরা কেরির ট্যাবলেট (চালের গুদামের পোকা মারার বিষ) খেয়ে আত্মহননের পথ বেছে নেন বলে দাবি পরিবারের।

পরিবারের সদস্যরা জানান, রোববার রাতে বিষ পান করার পর রাত ১০টার দিকে তাঁদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগেই মারা যান জরিনা। পরে রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আল আমিনও।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, ‘অভাব-অনটন ও পারিবারিক মানসিক চাপে এ ধরনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিস্তারিত তদন্ত চলছে।’

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ