হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

আশুগঞ্জে একসঙ্গে দম্পতির মৃত্যু, পরিবারের দাবি অভাব-অনটনে আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল। ছবি: আজকের পত্রিকা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের কুড়েরপাড় এলাকায় এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে ঘটে যাওয়া এই ঘটনায় পরিবারের দাবি, অভাব-অনটন ও মানসিক চাপ থেকে তাঁরা আত্মহত্যা করেছেন।

নিহতরা হলেন আল আমিন (২৫) ও তাঁর স্ত্রী জরিনা বেগম (২০)। আল আমিন ওই এলাকার নান্নু মিয়ার ছেলে এবং জরিনা নোয়াপাড়া গ্রামের ইদ্রিস মিয়ার মেয়ে। তাঁদের সংসারে রয়েছে এক ছেলে ও এক মেয়ে। আল আমিন পেশায় ছিলেন ব্যাটারিচালিত অটোরিকশার চালক।

জরিনার ভাই আনোয়ার হোসেন জানান, দীর্ঘদিনের টানাপোড়েনের কারণে তাঁদের মধ্যে মানসিক চাপ বাড়ছিল। কিছুদিন আগে কিস্তিতে কেনা ইজিবাইকটি বিক্রি করে দেন আল আমিন। এর পর থেকেই দাম্পত্য কলহ শুরু হয়। হতাশা, দুঃখ ও ক্ষোভ থেকে তাঁরা কেরির ট্যাবলেট (চালের গুদামের পোকা মারার বিষ) খেয়ে আত্মহননের পথ বেছে নেন বলে দাবি পরিবারের।

পরিবারের সদস্যরা জানান, রোববার রাতে বিষ পান করার পর রাত ১০টার দিকে তাঁদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগেই মারা যান জরিনা। পরে রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আল আমিনও।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, ‘অভাব-অনটন ও পারিবারিক মানসিক চাপে এ ধরনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিস্তারিত তদন্ত চলছে।’

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

বেকারির প্যাটিসে তেলাপোকা, গুনতে হলো লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে ফের গোলাগুলি: যুবক নিহত, আহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে এলোপাতাড়ি গুলিতে আহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মীর মুগ্ধের ম্যুরালে কালি লেপন

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জেরে সংঘর্ষে নিহত ১, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা নারীসহ আটক ২

নির্বাচন হবে কি না তা নিয়ে জনমনে প্রশ্ন আছে: রুমিন ফারহানা

সনদ জটিলতায় আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ