হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্যসহ কাভার্ডভ্যান জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। এসব মালামালে মূল্য ছয় কোটি ৩২ লাখ টাকা। আজ বুধবার বিজিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি অধিনায়ক লে কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজের নেতৃত্বে একটি টহল দল অভিযানে বের হয়। দলটি ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগরের আমতলী বাজার এলাকায় কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ১৪ হাজার ২০৮ পিস ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে মালামাল জব্দ করে।

এ ছাড়া একই দিন (বুধবার) বিভিন্ন প্রকার শাড়ি, কসমেটিকস সামগ্রী, ক্রিম জব্দ করা হয়। যার বাজার মূল্য দুই কোটি ২৫ লাখ ৭ হাজার ৮৫০ টাকা। মঙ্গলবার দুই কোটি ৪ লাখ ৯২ হাজার টাকার ভারতীয় শাড়ি, শিফন জর্জেট থান কাপড়, কসমেটিকস এবং গত ৮ আগস্ট ২ কোটি ৩৯ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি, কসমেটিকস সামগ্রী, প্যান্ট, বেটনোভেট ক্রিম জব্দ করে। জব্দকৃত মালামালসহ কাভার্ড ভ্যান আখাউড়া কাস্টমস অফিসে জমা করা হয়েছে।

রুমিন ফারহানাকে রিটার্নিং কর্মকর্তার নোটিশ, সশরীরে হাজিরের নির্দেশ

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন সাবেক এমপি মুশফিকুর রহমান

আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না, স্যার— ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা

স্বতন্ত্রের চাপে বিএনপি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর