হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

বাবার কবরের পাশে শায়িত হলেন উকিল আবদুস সাত্তার 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার পরমানন্দপুর গ্রামে বাবার কবরের পাশে শায়িত হয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঞা। আজ শনিবার রাত ৮টার দিকে জেলার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে তাঁর নিজ ভিটায় নেওয়া হয় তাঁকে। 

সেখানে বাবা হাজী মুকসুদ আলীর কবরের পাশে রাত সাড়ের ৯টার দিকে তাঁকে সমাহিত করা হয়। এ সময় পরিবারের লোকজন, প্রশাসন, আওয়ামী লীগ নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতা–কর্মীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। 

এর আগে আজ সকাল ১১টার দিকে সংসদ ভবন প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা সম্পন্ন হয়। পরে বাদ আসর সরাইল অন্নদা মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাদ মাগরিব আবদুস সাত্তার ডিগ্রি কলেজ মাঠে তৃতীয় জানাজা এবং তাঁর নিজ গ্রামের হাজী মুকসুদ আলী স্কুলমাঠে চতুর্থ জানাজা সম্পন্ন হয়। 

বিকেলে সরাইল অন্নদা স্কুল মাঠে জানাজায় ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী, সরাইল উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, নাসিরনগর উপজেলা চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন, সাবেক এমপি জিয়াউল হক মৃধা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজমুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

জানাজার আগে স্মৃতিচারণমূলক বক্তব্যে উকিল আবদুস সাত্তার ভূইয়ার বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন নেতৃবৃন্দরা। 

গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন উকিল আবদুস সাত্তার ভূঁইয়া। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট