হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

আবাদি জমি রক্ষা করতে গ্রামে পরিবেশবান্ধব ঘরবাড়ি করতে হবে: গৃহায়নমন্ত্রী 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, ‘আবাদি জমি প্রতিবছরই নষ্ট হচ্ছে। এটা থেকে কীভাবে গ্রামগুলোকে রক্ষা করা যায় দেখতে হবে। গ্রামে পরিবেশবান্ধব ঘরবাড়ি যাতে হয়, সেটা খেয়াল রাখতে হবে। আমি সর্বাত্মক চেষ্টা করে যাব।’ 

আজ শুক্রবার দুপুরে প্রথমবারের মতো নিজ সংসদীয় এলাকা ব্রাহ্মণবাড়িয়া চিনাইরে এসে বাবা-মায়ের কবর জিয়ারত করেন উবায়দুল মোকতাদির চৌধুরী। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবাদি কৃষিজমি রক্ষা ও পরিকল্পিত গ্রাম নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনার কথা তুলে ধরে এসব কথা বলেন তিনি।

মোকতাদির চৌধুরী বলেন, গ্রামগুলোতে যে অপরিকল্পিত ঘরবাড়ি হচ্ছে, সেখানেও যাতে পরিকল্পিত গ্রাম গড়ে তোলা যায় সেটা দেখতে হবে। গ্রামের যে আবাদি জমি আছে, সেগুলো যাতে নষ্ট না হয়। 

এ সময় তিনি আরও বলেন, ‘পরিকল্পিত নগরায়ণের কথা প্রধানমন্ত্রী আমাকে বলেছেন। আমি আমার সাধ্য অনুযায়ী একজন মানুষ হিসেবে আমার ওপর এই বয়সেও যে গুরুদায়িত্ব এসেছে, সেটা পালনে সচেষ্ট থাকব।’ 

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের টানা চারবার নির্বাচিত সংসদ সদস্য মোকতাদির চৌধুরীর সঙ্গে এ সময় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সহসভাপতি মো. হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

ফলের দোকানে অটোরিকশার ধাক্কার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

নানা বয়সী দৌড়বিদদের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ায় হাফ ম্যারাথন

নবীনগরে দুর্বৃত্তের হামলায় যুবক গুলিবিদ্ধ

২-৪টি আসনের জন্য নয়, জোট হবে ন্যায্যতার বিচারে আসন সমঝোতার ভিত্তিতে: নুরুল হক নুর

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

বেকারির প্যাটিসে তেলাপোকা, গুনতে হলো লাখ টাকা জরিমানা