হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

কসবায় বাল্যবিবাহ বন্ধ, বিয়ের খাবার এতিমখানায় বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিয়েবাড়ির খাবার এতিমদের মধ্যে বিতরণ করা হয়। ছবি: আজকের পত্রিকা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একটি বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেওয়া হয়েছে। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলামের অভিযানে এই আয়োজন বাতিল করা হয়। তিনি কনেপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করেন। বিয়েবাড়ির খাবার এতিমদের মধ্যে বিতরণ করা হয়েছে। আজ রোববার উপজেলার বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে একই ইউনিয়নের বিনাউটি গ্রামের এক প্রবাসীর বিয়ের দিন ধার্য হয়। এ উপলক্ষে সব প্রস্তুতিও সম্পন্ন হয়। এদিকে বাল্যবিবাহের খবর পেয়ে বেলা দেড়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কনের বাড়িতে উপস্থিত হয়ে বিয়ের কার্যক্রম বন্ধ করে দেন। এ সময় তিনি কনের মাকে ১০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন। এদিকে ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে বর এবং তাদের লোকজন পালিয়ে গেছে।

এরপর বরযাত্রী ও অতিথিদের জন্য রান্না করা খাবার ব্রাহ্মণগ্রাম এতিমখানা ও সুন্নিয়া মাদ্রাসায় বিতরণ করা হয়। ছাত্রীটি যেন এখন থেকে স্কুলে যেতে পারে, সে বিষয়টি নিশ্চিত করতে তার এক শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে।

ইউএনও বলেন, উপজেলার ব্রাহ্মণগ্রামে দশম শ্রেণির এক ছাত্রীর বিয়ের খবর পেয়ে কনের বাড়িতে হাজির হয়ে বিয়ে বন্ধ করে দিই। এ সময় মেয়ের মাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বিয়েবাড়ির খাবার স্থানীয় একটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। তা ছাড়া ছাত্রীটি যাতে স্কুলে যেতে পারে, তা-ও এক শিক্ষকের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

রুমিন ফারহানাকে রিটার্নিং কর্মকর্তার নোটিশ, সশরীরে হাজিরের নির্দেশ

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন সাবেক এমপি মুশফিকুর রহমান

আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না, স্যার— ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা

স্বতন্ত্রের চাপে বিএনপি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর