হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

সরাইলে সংর্ঘষে নিহতের ঘটনায় পুলিশের মামলা, গ্রেপ্তার ১১ 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সংঘর্ষে এক যুবক নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে সরাইল থানায় মামলা করেছে। সরাইল থানার উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম বাদী হয়ে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি করেছেন। এর আগে সংঘর্ষের পরপরই উপজেলার কালীকচ্ছ বাজার এলাকায় অভিযান চালিয়ে ১১ জনকে আটক করে পুলিশ। পরে ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। 

মামলায় ওই ১১ জনসহ ৪৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৩০০–৪০০ জনকে। এর আগে শুক্রবার সন্ধ্যায় উপজেলার সরাইল-নাসিরনগর-লাখাই সড়কের কালীকচ্ছ বাজারে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ফয়সাল মিয়া (২২) নামের একজন নিহত হন। 

ফয়সাল মিয়া কালীকচ্ছ বাজারে ব্যবসা করতেন। তিনি উপজেলা সদরের পূর্ব কুট্টাপাড়া গ্রামের রাকিম মিয়ার ছেলে। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে ফয়সালকে উদ্ধার করে প্রথমে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

রাকিবের মা হালিমা খাতুন দাবি করে বলেন, ‘আমার ছেলে পুলিশের গুলিতে মারা গেছে।’ রাকিবের মামা ওসমান বলেন, ‘রাকিবের বাড়ি কুট্টাপাড়ায় হলেও আমাদের দোকানে থাকত। আজ ঝগড়া শুরুর পর দোকানের তালা আমরা লাগাচ্ছিলাম। এ সময় পুলিশ এসে আমার ভাগনে রাকিবের ওপর গুলি করে। তাকে কেন গুলি করা হলো? আমরা তো ঝগড়ার সঙ্গে জড়িত না। এর বিচার চাই।’
 
এই ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন শনিবার বিকালে আজকের পত্রিকাকে জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ শুধু বাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে। এখানে ছোরা গুলিও ছোড়া হয়নি। দুই পক্ষের সংঘর্ষের সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফারণের ঘটনা ঘটেছে। ককটেলের স্প্রিন্টারের আঘাতেই ফয়সাল মারা গেছেন। এই ঘটনায় পুলিশ মামলা করেছে। পরবর্তী সংর্ঘষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

ফলের দোকানে অটোরিকশার ধাক্কার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

নানা বয়সী দৌড়বিদদের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ায় হাফ ম্যারাথন

নবীনগরে দুর্বৃত্তের হামলায় যুবক গুলিবিদ্ধ

২-৪টি আসনের জন্য নয়, জোট হবে ন্যায্যতার বিচারে আসন সমঝোতার ভিত্তিতে: নুরুল হক নুর

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

বেকারির প্যাটিসে তেলাপোকা, গুনতে হলো লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে ফের গোলাগুলি: যুবক নিহত, আহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে এলোপাতাড়ি গুলিতে আহত ৩