হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

চোরাই গরুর মাংস বিক্রির অভিযোগে উপজেলা চেয়ারম্যানের ভাতিজা আটক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চোরাই গরুর মাংস বিক্রির অভিযোগে পুলিশের হাতে আটক হয়েছেন আখাউড়া উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়ার ভাতিজা কায়কোবাদ। আজ সোমবার ভোররাতে পৌরশহরের বড় বাজারে চোরাই গরুর মাংস বিক্রির সময় পুলিশ তাঁকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সঞ্জয় সরকার।

স্থানীয়রা জানান, আখাউড়া উপজেলার দক্ষিণ ইউপির ছোট কুড়িপাইকা গ্রামের মো. ফরিদ মিয়ার গরু রাতের আঁধারে চুরি করে জবাই করার পর মাংস পৌরশহরের বড় বাজারে বিক্রি করতে নিয়ে যায় কায়কোবাদ। এ সময় হাতেনাতে মাংসসহ ওই তাঁকে আটক করে আখাউড়া থানার পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, কায়কোবাদ ওরফে কুব্বাদ কুড়িপাইকা গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী।

কুড়িপাইকা গ্রামের বাসিন্দা মো. ফয়সাল মিয়া বলেন, রাত ৩টার সময় গরু গোয়ালঘর থেকে চুরি করে জবাই করে কায়কোবাদ এবং তাঁর আরও এক সহযোগী। গরুটির আনুমানিক দাম প্রায় ৯০ হাজার টাকা।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সঞ্জয় সরকার বলেন, কায়কোবাদকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

ফলের দোকানে অটোরিকশার ধাক্কার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

নানা বয়সী দৌড়বিদদের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ায় হাফ ম্যারাথন

নবীনগরে দুর্বৃত্তের হামলায় যুবক গুলিবিদ্ধ

২-৪টি আসনের জন্য নয়, জোট হবে ন্যায্যতার বিচারে আসন সমঝোতার ভিত্তিতে: নুরুল হক নুর

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার