হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

স্ত্রীকে নিতে এসে স্বামীর রহস্যজনক মৃত্যু

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তোফাজ্জল মিয়া (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার সৈয়দাবাদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

মৃত তোফাজ্জল মিয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বসুইল গ্রামের মতি মিয়া সরকারের ছেলে। তিনি সৈয়দাবাদ গ্রামের মুন্সিবাড়ির বাচ্চু মিয়ার মেয়ের জামাই।

মৃতের স্ত্রী খাদিজা আক্তার বলেন, ‘কিছুদিন আগে আমাদের স্বামী-স্ত্রীর মধ্যে মান-অভিমানের কারণে আমি দুই সন্তানকে নিয়ে বাপের বাড়িতে চলে আসি। গতকাল শনিবার রাত আনুমানিক ২টার দিকে আমার স্বামী তোফাজ্জল মোবাইলে জানান তিনি শ্বশুরবাড়ি আসছেন। তখন আমার স্বামী আমাকে বলেন সকালে তাঁকে মোবাইল করতে। স্বামীর কথামতো আজ সকালে তাঁকে একাধিকবার মোবাইল করলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। এদিকে ভোরবেলা স্থানীয় লোকজন সৈয়দাবাদ মাদ্রাসার পুকুরপাড়ে একটি গাছে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করতে আসে। এ সময় আমি ও আমার বাড়ির লোকজন গিয়ে মরদেহ শনাক্ত করি।’

মৃতের স্ত্রী আরও বলেন, আমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিলেন তিনি। ঘটনাস্থল থেকে কয়েক শ গজ দূরে আমার বাবার বাড়ি।’

এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. কামরুল ইসলাম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. হাবিবুর রহমান। 

রুমিন ফারহানাকে রিটার্নিং কর্মকর্তার নোটিশ, সশরীরে হাজিরের নির্দেশ

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন সাবেক এমপি মুশফিকুর রহমান

আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না, স্যার— ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা

স্বতন্ত্রের চাপে বিএনপি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর