হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

চলাচলের রাস্তা জনস্বার্থে উন্মুক্ত রাখার দাবি এলাকাবাসীর

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের বাদে অরুয়াইল মৌজার খাল শ্রেণিভুক্ত মানুষের চলাচলের রাস্তাটি ভূমিহীনের নামে বন্দোবস্ত না দিয়ে জনস্বার্থে উন্মুক্ত রাখার দাবি জানিয়েছেন এলাকাবাসী। 

এলাকাবাসীর স্বার্থে রাস্তাটি উন্মুক্ত রাখার দাবিতে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন অরুয়াইল ইউনিয়ন পরিষদের সদস্য মাসুক মিয়া, ইসমাইল মিয়া ও আওয়ামী লীগ সভাপতি হাজি আবু তালেব। 

আবেদন সূত্রে জানা যায়, উপজেলার অরুয়াইল ইউনিয়নের বাদে অরুয়াইল মৌজার হালে ৩৩ দাগের খাল শ্রেণিভুক্ত রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। সম্প্রতি রাস্তাটি শ্রেণি পরিবর্তন করে একটি মহল ভূমিহীনের নামে বন্দোবস্ত নেওয়ার পাঁয়তারা চালাচ্ছে। 

এই রাস্তা দিয়ে পুরো মহল্লার বৃষ্টির পানি সীমানা খালে গিয়ে পড়ে। ফলে রাস্তাটি বন্দোবস্ত দিলে পুরো মহল্লার জলাবদ্ধতা সৃষ্টি হবে। তাই রাস্তাটি বন্দোবস্ত না দেওয়ার দাবি এলাকাবাসীর। 

বাদে অরুয়াইল ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইসমাইল মিয়া বলেন, ‘এটা আমার এলাকা। এই রাস্তাটি দিয়ে মানুষ চলাচল করে। রাস্তাটি বন্ধ হয়ে গেলে পানি নিষ্কাশন বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হবে।’ 

এ বিষয়ে পাকশিমুল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাসরিন আক্তার বলেন, ‘এটা খাল না রাস্তা শ্রেণিভুক্ত তা আমি জানি না। এই জায়গাটা বন্দোবস্ত দেবে কিনা তাও আমি জানি না। ইউএনও স্যার বলছেন জায়গাটি দখলমুক্ত করতে। তাই আমি দখলদারদের জায়গাটি পরিষ্কার করতে বলেছি।’ 

রুমিন ফারহানাকে রিটার্নিং কর্মকর্তার নোটিশ, সশরীরে হাজিরের নির্দেশ

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন সাবেক এমপি মুশফিকুর রহমান

আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না, স্যার— ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা

স্বতন্ত্রের চাপে বিএনপি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর