হোম > সারা দেশ > বগুড়া

অবরোধ কর্মসূচি পালন শেষে ফেরার পথে যুবদল নেতা নিহত

বগুড়া প্রতিনিধি

বগুড়ার সোনাতলায় অবরোধ কর্মসূচি পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক যুবদল নেতা নিহত হয়েছেন। তাঁর নাম শাহাবুল সরকার (৩৮)। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শরিফ উদ্দিন রেলগেট এলাকায় একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। 

শাহাবুল সরকার সোনাতলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক ছিলেন। তিনি উপজেলা সদরের কামারপাড়া মহল্লার মৃত মোবারক আলী সরকারের ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল থেকে সোনাতলা-জুমারবাড়ি সড়কের ঘোড়াপীর নতুন বন্দরে অবরোধ কর্মসূচি উপলক্ষে মহাসড়কে অন্য নেতা-কর্মীদের সঙ্গে অবস্থান নিয়েছিলেন শাহাবুল। সেখান থেকে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি নিজ এলাকার বিপুল মিয়ার ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। 

পথে শরিফ উদ্দিন রেলগেট এলাকায় পৌঁছালে ইজিবাইকচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাইকটি সড়কের পাশের খাদে পড়ে গেলে শাহাবুল গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। সেখান প্রাথমিক চিকিৎসা নিয়ে বিপুল হাসপাতাল ছেড়েছেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, পুলিশ পৌঁছানোর আগেই শাহাবুলের স্বজনেরা হাসপাতাল থেকে লাশ বাড়িতে নিয়ে যান। কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-১ আসনে ৪ জনের প্রার্থিতা বৈধ, স্বতন্ত্র আ.লীগ নেত্রীর মনোনয়ন বাতিল

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত