হোম > সারা দেশ > বগুড়া

হেলপারের হাতে ট্রাক, দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিয়ে প্রাণ গেল চালকের

বগুড়া প্রতিনিধি

দুর্ঘটনা কবলিত ট্রাক। ছবি: আজকের পত্রিকা

বগুড়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন থেকে ধাক্কা দিয়ে ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাক হেলপার। আজ সোমবার সকালে বগুড়া-রংপুর মহাসড়কে শিবগঞ্জ উপজেলার নাগরকান্দী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত ট্রাকচালকের নাম মনির হোসেন (২৮)। তিনি পঞ্চগড় সদর উপজেলার গোলেয়াপাড়া গ্রামের মাজারুল ইসলামের ছেলে। আহত হেলপার লায়ন মিয়া (২৫) একই উপজেলার দলুয়াপাড়া গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে। তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল চন্দ্র মহন্ত এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, চালক মনির হোসেন ঘুমাচ্ছিলেন আর হেলপার লায়ন মিয়া ট্রাকটি চালাচ্ছিলেন। সোমবার সকাল ৭টার দিকে ট্রাকটি মহাসড়কে নাগরকান্দি এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ সময় ধাক্কা দেওয়া ট্রাকটির সামনের অংশ দুমড়ে যায়। হেলপারকে আহত অবস্থায় বের করা গেলেও চালক আটকে পড়েন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে চালকের মরদেহ উদ্ধার করে।

ওসি আরও জানান, ট্রাক দুইটি জব্দ করা হয়েছে। চালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাসার বাথরুমে পড়ে ছিল নারী প্রভাষকের লাশ, মাথায় আঘাতের চিহ্ন

মহাসড়কে ছিনতাইকালে হাঁসুয়াসহ গ্রেপ্তার ১

শেরপুরে আমনের বাজারদরে হতাশ কৃষক

শেরপুরে জাল টাকার কারবারি চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চার দিন ধরে শিবির কর্মী আসাদুল্লাহ নিখোঁজ, পরিবারের উদ্বেগ

বগুড়ায় সাঁজোয়া কোরের সম্মেলনে সেনাপ্রধান

পরকীয়া সন্দেহে স্ত্রীকে ছুরিকাঘাত করে থানায় স্বামী

স্কুলব্যাগে ৪ কেজি গাঁজা, দুই কারবারি গ্রেপ্তার

বগুড়ায় বিছানায় দুই শিশুসন্তানের রক্তাক্ত লাশ, গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিল মা

নিলামে নির্ধারিত পরিমাণের অতিরিক্ত বালু বিক্রি বন্ধ