হোম > সারা দেশ > বগুড়া

নাশকতার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

গ্রেপ্তার যুবলীগ নেতা আমিরুল ইসলাম ভোলা। ছবি: সংগৃহীত

বগুড়ার আদমদীঘিতে নাশকতার মামলায় ওয়ার্ড যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে নিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর আজ রোববার দুপুরে বগুড়া আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম আমিরুল ইসলাম ভোলা (৪২)। তিনি উপজেলার সান্তাহার ইউনিয়নের উথরাইল গ্রামের মৃত-নজরুল ইসলামের ছেলে ও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।

আদমদীঘি থানার পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় গত ২৫ আগস্ট থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের হয়। এ মামলায় নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয়সহ পাঁচ শতাধিক আওয়ামী লীগ নেতা-কর্মীদের আসামি করা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে জানান, আমিরুল ইসলাম নামের ওয়ার্ড যুবলীগের সভাপতিকে গ্রেপ্তার করে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। এ মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-১ আসনে ৪ জনের প্রার্থিতা বৈধ, স্বতন্ত্র আ.লীগ নেত্রীর মনোনয়ন বাতিল

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত