হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

বগুড়া প্রতিনিধি

প্রতীকী ছবি

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়ন ছাত্রদলের সদস্যসচিব আল মেহেদী হাসানের ওপর হামলার ঘটনায় সংগঠনের পক্ষ থেকে পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

জেলা ছাত্রদল সূত্রে জানা গেছে, হামলার ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির প্রতিবেদনে দায়ী হিসেবে পৌর ও উপজেলা ছাত্রদলের পাঁচ নেতার সংশ্লিষ্টতা পাওয়া যায়। অভিযুক্তরা হলেন দুপচাঁচিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, দুপচাঁচিয়া পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম বর্ষণ, পৌর ছাত্রদল নেতা মিশকাত মিয়া, মো. হিমেল ও মো. হানিফ।

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ স্বাক্ষরিত কারণ দর্শানো নোটিশে বলা হয়, কেন তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলীয় কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের জন্য বলা হয়েছে। ব্যর্থ হলে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ জানান, তুচ্ছ ঘটনা নিয়ে ২৪ এপ্রিল ছাত্রদল নেতা আল মেহেদী হাসানের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-১ আসনে ৪ জনের প্রার্থিতা বৈধ, স্বতন্ত্র আ.লীগ নেত্রীর মনোনয়ন বাতিল

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত

খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়াজুড়ে শোক, বন্ধ মার্কেট ও দোকানপাট