হোম > সারা দেশ > বগুড়া

সান্তাহারে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রতীকী ছবি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় ঢাকাগামী আন্তনগর লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নাসিম মাহমুদ জয় (২৭) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা দেড়টার দিকে রেলক্রসিং রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নাসিম মাহমুদ জয় আদমদীঘি উপজেলার চক সোনার গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার।

সান্তাহার রেলওয়ে থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বেলা দেড়টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনে প্রবেশ করছিল। সেই মুহূর্তে মোটরসাইকেল আরোহী নাসিম মাহমুদ জয় রেলক্রসিং দিয়ে দ্রুত পার হতে গেলে ওই ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং তাঁর মাথা ও দেহ ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বজনদের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

বাসার বাথরুমে পড়ে ছিল নারী প্রভাষকের লাশ, মাথায় আঘাতের চিহ্ন

মহাসড়কে ছিনতাইকালে হাঁসুয়াসহ গ্রেপ্তার ১

শেরপুরে আমনের বাজারদরে হতাশ কৃষক

শেরপুরে জাল টাকার কারবারি চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চার দিন ধরে শিবির কর্মী আসাদুল্লাহ নিখোঁজ, পরিবারের উদ্বেগ

বগুড়ায় সাঁজোয়া কোরের সম্মেলনে সেনাপ্রধান

পরকীয়া সন্দেহে স্ত্রীকে ছুরিকাঘাত করে থানায় স্বামী

স্কুলব্যাগে ৪ কেজি গাঁজা, দুই কারবারি গ্রেপ্তার

বগুড়ায় বিছানায় দুই শিশুসন্তানের রক্তাক্ত লাশ, গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিল মা

নিলামে নির্ধারিত পরিমাণের অতিরিক্ত বালু বিক্রি বন্ধ