হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে চালক, মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

বগুড়া প্রতিনিধি

প্রতীকী ছবি

বগুড়ার কাহালু ও সোনাতলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন ট্রাকচালক ছিলেন। তিনি দুই ট্রাকের সংঘর্ষে মারা যান। অপরজন পথচারী নারী। তিনি মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারান। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।

জানা গেছে, আজ রোববার সকালে কাহালুর বিবিরপুকুর বাজারের পশ্চিম পাশে বগুড়া-নওগাঁ মহাসড়কে আমভর্তি দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলতাফ হোসেন (৪৮) নামের এক ট্রাকচালক ঘটনাস্থলেই প্রাণ হারান।

আলতাফ হোসেন টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার হেইননগর গ্রামের নুসুম উদ্দিন ব্যাপারীর ছেলে। এ ঘটনায় অপর ট্রাকের চালক আজমল হোসেন (৩৫) ও তাঁর সহকারী রাসেদ (১৫) আহত হন। খবর পেয়ে কাহালু থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার জানান, দুই দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক আলতাফ হোসেন ঘটনাস্থলেই মারা যান। আহত দুজনের চিকিৎসা চলছে।

অন্যদিকে, বেলা দেড়টার দিকে সোনাতলা উপজেলার উত্তর বয়রা চরপাড়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারান এক গৃহবধূ। তাঁর নাম মঞ্জিলা বেগম। তিনি ওই এলাকার ছাত্তার আলীর স্ত্রী।

সোনাতলা থানার ওসি মিলাদুন্নবী আজকের পত্রিকাকে বলেন, বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল মঞ্জিলা বেগমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয় লোকজন মোটরসাইকেলের চালক রাকিবসহ যানটি ধরে পুলিশে সোপর্দ করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধুনট বাসস্ট্যান্ডে মব করে ৩ পুলিশ সদস্যকে হেনস্তা

ধুনটে জামায়াতের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে হামলা, বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

সড়কে গাছ ফেলে অটোরিকশা ছিনতাই

বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, তিন যুবদল নেতা-কর্মী গ্রেপ্তার

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ