হোম > সারা দেশ > বগুড়া

নন্দীগ্রামে বিএনপি অফিসে হামলা ও অগ্নিসংযোগ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপি অফিসে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। আজ শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল আমাদের অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিল রয়েছে। এ জন্য আমরা থানা থেকে অনুমতি নেওয়ার জন্য সব নেতা-কর্মী থানাতেই ছিলাম। ইফতারির পোলাও রান্নার জন্য অফিসে তিনজন আদা, রসুন ও পেঁয়াজ বাঁটছিল। এমন সময় মুখ বাঁধা কয়েকজন অফিসে ঢুকে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় এবং চেয়ার ভাঙচুর করে। আগুনে অফিসের চেয়ার ও ব্যানার পুড়ে গেছে। 

নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর তানভীর হাসান বলেন, ‘খবর পেয়ে আমরা সেখানে গিয়েছিলাম। আমরা যাওয়ার আগেই আগুন নেভানো হয়েছে। একটি চেয়ার ও একটি ব্যানার পুড়ে গেছে। সেখানে পেট্রলের গন্ধ ছিল।’ 

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘ঘটনা শুনেছি। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, ‘আগামীকালের অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিলের আয়োজন চলছিল। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা আছে সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেনের। এর মধ্যে এ ঘটনা ঘটল।’

মহাসড়কে ছিনতাইকালে হাঁসুয়াসহ গ্রেপ্তার ১

শেরপুরে আমনের বাজারদরে হতাশ কৃষক

শেরপুরে জাল টাকার কারবারি চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চার দিন ধরে শিবির কর্মী আসাদুল্লাহ নিখোঁজ, পরিবারের উদ্বেগ

বগুড়ায় সাঁজোয়া কোরের সম্মেলনে সেনাপ্রধান

পরকীয়া সন্দেহে স্ত্রীকে ছুরিকাঘাত করে থানায় স্বামী

স্কুলব্যাগে ৪ কেজি গাঁজা, দুই কারবারি গ্রেপ্তার

বগুড়ায় বিছানায় দুই শিশুসন্তানের রক্তাক্ত লাশ, গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিল মা

নিলামে নির্ধারিত পরিমাণের অতিরিক্ত বালু বিক্রি বন্ধ

বগুড়ায় বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আলটিমেটাম