হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ার সোনাতলা উপজেলা চেয়ারম্যান নিরুদ্দেশ

বগুড়া প্রতিনিধি

বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি গত তিন সপ্তাহ ধরে নিরুদ্দেশ রয়েছেন। গত ২২ সেপ্টেম্বর থেকে চেয়ারম্যান মিনহাদুজ্জামান লিটন উপজেলা পরিষদে যাচ্ছেন না। কেউ তাঁকে খুঁজেও পাচ্ছে না। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলছেন, ‘উপজেলা চেয়ারম্যান কোথায় আছেন আমিও জানি না। তবে শুনেছি তিনি আমেরিকা যেতে পারেন।’ 

সোনাতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাকির হোসেন বলেন, পরিষদের কাউকে না জানিয়ে গত ২২ সেপ্টেম্বর থেকে উপজেলা চেয়ারম্যান অনুপস্থিত। এত দিনে তাঁকে সোনাতলার কোথাও দেখা যায়নি। 

তিনি বলেন, ‘গত বছর চেয়ারম্যান এক মাসের ছুটি নিয়ে দেশের বাইরে গিয়েছিলেন। সেই সময় মন্ত্রণালয় থেকে আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু এবার তিনি ছুটি নেননি এমনকি পরিষদের কাউকে কিছু জানাননি।’ 

উপজেলা চেয়ারম্যান মিনহাদুজ্জামান লিটনের বড় ভাই ও সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইদুজ্জামান স্বপন বলেন, ‘আমাকেও কিছু জানাননি লিটন।’ 

মোবাইল ফোন বন্ধ রেখে কোথায় যেতে পারেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই। এ কারণে নিশ্চিত করে কিছু বলতে পারছি না।’ 

লিটনের স্ত্রী জহুরা খাতুন জামানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনিও ফোন রিসিভ করেননি। 

সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আফসার সাময়া বলেন, ‘উপজেলা চেয়ারম্যান আমাকেও কিছু জানাননি। তবে তিনি আমেরিকা গেছেন বলে শুনেছি।’ চেয়ারম্যান না থাকায় পরিষদের কাজের তেমন সমস্যা হচ্ছে না বলে ইউএনও জানান।

ধুনট বাসস্ট্যান্ডে মব করে ৩ পুলিশ সদস্যকে হেনস্তা

ধুনটে জামায়াতের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে হামলা, বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

সড়কে গাছ ফেলে অটোরিকশা ছিনতাই

বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, তিন যুবদল নেতা-কর্মী গ্রেপ্তার

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ