হোম > সারা দেশ > বরিশাল

পুলিশি হেফাজত থেকে যুবক উধাও, উপপরিদর্শকসহ ৪ জন প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

পুলিশি হেফাজত থেকে যুবক পালিয়ে যাওয়ার ঘটনায় আজ বুধবার বরিশাল স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির দুই কর্মকর্তাসহ চারজনকে প্রত্যাহার করা হয়েছে। কর্মকর্তারা হলেন উপপরিদর্শক (এসআই) রেজা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুব। বাকি দুজন কনস্টেবল।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. শফিফুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে (বুধবার) দুপুরে নগরীর সাগরদি এলাকায় ছাত্র-জনতা পরিচয়ে কিছু লোক এক যুবককে মারধর করে। খবর পেয়ে স্টিমারঘাট ফাঁড়ির পুলিশ সদস্যরা গিয়ে ওই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নিয়ে যান। যুবকের স্বজনেরা আসার পর পুলিশ সদস্যরা খেতে যান। এ সুযোগে ওই যুবক পালিয়ে যান।

যুবকের নাম-পরিচয় জানা না গেলেও বিভিন্ন সূত্র জানায়, তাঁর নাম খালিদ খান। তিনি সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

জানতে চাইলে পুলিশ কমিশনার মো. শফিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সাগরদি এলাকায় এক যুবককে জনতা পিটুনি দেওয়ার খবর পেয়ে স্টিমারঘাট ফাঁড়ির পুলিশ সদস্যদের পাঠানো হয়েছিল। তাঁরা গিয়ে যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নিয়ে যান। যুবকের স্বজনেরা পৌঁছার পর পুলিশ সদস্যরা খেতে যান। এ সুযোগে ওই যুবক পালিয়েছেন। এতে কর্তব্য পালনে গাফিলতির অভিযোগে চারজনকে ক্লোজ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু