হোম > সারা দেশ > বরিশাল

নলছিটিতে বৃদ্ধকে আটকে রেখে সম্পত্তি লিখে নেওয়ার চেষ্টা ২ মেয়ের, উদ্ধার করলেন ইউএনও

ঝালকাঠি প্রতিনিধি  

নলছিটিতে বৃদ্ধকে আটকে রেখে সম্পত্তি লিখে নেওয়ার চেষ্টা। ছবি: সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে মোশাররফ হোসেন তালুকদার (৭০) নামের এক ব্যক্তিকে আট দিন ধরে আটকে রেখে জমি লিখে নেওয়ার চেষ্টা করেছেন তাঁর দুই মেয়ে। খবর পেয়ে গতকাল বুধবার রাতে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রাম থেকে স্থানীয় প্রশাসন তাঁকে উদ্ধার করে।

উদ্ধারের পর মোশাররফ হোসেন তালুকদার বলেন, ‘আমার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর মেয়েদের অনুমতিতে দ্বিতীয় বিয়ে করে নলছিটিতে বাসা ভাড়া নিয়ে থাকি। গত ১৯ নভেম্বর আমাকে ধরে এনে মেয়ের বাড়িতে তালাবদ্ধ করে রেখেছে। জোর করে জমি দলিল করিয়ে নিতে চেয়েছে। আমার স্ত্রী বিষয়টি জানতে পেরে ইউএনও স্যারকে জানালে তিনি এসে আমাকে উদ্ধার করেন।’

এ বিষয়ে মোশাররফ হোসেনের মেয়ে রেবা আক্তার ও লাকি আক্তার বলেন, ‘তিনি আমাদের জন্মদাতা পিতা হওয়া সত্ত্বেও আমাদের সবকিছু থেকে বঞ্চিত করছেন। তাই তাঁকে আটকে রাখা হয়েছে। আমাদের নামে সম্পত্তি দিতে হবে।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মোশাররফ হোসেন তালুকদারের স্ত্রীসহ কয়েকজন গণমাধ্যম কর্মীর মাধ্যমে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যাই। সেখানে গেলে ভুক্তভোগী নিজেই আমাদের লিখিত দিয়েছেন যে, সম্পত্তি লিখে নেওয়ার জন্য মেয়ের জামাতার বাড়িতে আট দিন ধরে তাঁকে আটকে রাখা হয়েছে। পরে তাঁকে উদ্ধার করার পাশাপাশি উভয়কে একসঙ্গে বসে বিষয়টি সমাধানের কথা বলা হয়।’

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

পটুয়াখালী-১: বিএনপির পৌর ও তিন উপজেলা কমিটি স্থগিত

বাউফলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বাউফলে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন