বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী। আজ সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ইউনুস আলী এর আগে ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।
নবনিযুক্ত চেয়ারম্যান ইউনুস আলী আজকের পত্রিকাকে বলেন, সরকারের এ আদেশ পালনে আজ সোমবারই বরিশাল শিক্ষা বোর্ডে যোগদান করবেন। দক্ষিণাঞ্চলের শিক্ষার মান উন্নয়নই তাঁর প্রধান লক্ষ্য হবে। ছাত্র-শিক্ষকদের জন্য তাঁর কার্যালয় উন্মুক্ত থাকবে বলে জানান ইউনুস আলী।
অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী শিক্ষকজীবনের ২৩ বছর ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন কলেজের (বিএম) হিসাববিজ্ঞান বিভাগে কর্মরত ছিলেন। তিনি ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাটের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেছেন।
প্রসঙ্গত, গত ১ নভেম্বর বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আব্বাস উদ্দিন খান অবসরে যান। অধ্যাপক ইউনুস আলী তাঁর স্থলাভিষিক্ত হলেন।