হোম > সারা দেশ > পিরোজপুর

কাউখালীর শিয়ালকাঠিতে ঈদুল ফিতর উদ্‌যাপিত

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন এলাকার মতো পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের বেলতলা মোল্লাবাড়ী নামক স্থানে আহলে হাদিসের নিজস্ব মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, সেই হিসাবে আজ শুক্রবার বাংলাদেশের আহলে হাদিসের অনুসারীরা ঈদ পালনের উদ্যোগ গ্রহণ করেন।

মোল্লাবাড়ী মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য নির্ধারিত ইমাম মহিউদ্দিন পান্না শিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল ৮টায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক মুসল্লির উপস্থিতিতে আমার ইমামতিতে ঈদের নামাজ আদায় হয়েছে।’

কয়েক যুগ ধরে ‘এক দুনিয়া এক চাঁদ’ এমন বিষয় সামনে রেখে আহলে হাদিসের অনুসারীরা এই নিয়ম চালু করেন। যা দিনে দিনে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে এবং এদের অনুসারীদের সংখ্যা দিনে দিনে বাড়তে থাকে।

অন্যদিকে দেশের আকাশে কোথাও গতকাল বৃহস্পতিবার চাঁদ দেখা যায়নি। শুক্রবার আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল শনিবার রাষ্ট্রীয়ভাবে ঈদুল ফিতর পালনের সিদ্ধান্ত অনেকটাই নিশ্চিত।

শিয়ালকাঠি ইউনিয়নের আহলে হাদিস অনুসারী রফিকুল ইসলামের রাঢ়ী আজকের পত্রিকাকে বলেন, সৌদি আরবে চাঁদ দেখা গেছে এমন খবরে নিশ্চিত হয়ে ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য প্রতিবছরের মতো এ বছর উপস্থিত হয়েছি। যেহেতু বৃহস্পতিবার সৌদি আরবে চাঁদ দেখা গেছে, সেই খবর পাওয়ার পরেই আহলে হাদিসের অনুসারীরা ঈদ পালনের সিদ্ধান্ত নেয়। উপজেলার শতাধিক মুসল্লি আজ আমাদের সঙ্গে এই মসজিদে উপস্থিত হয়ে নামাজ আদায় করেন।’

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫