হোম > সারা দেশ > পিরোজপুর

কাউখালীর শিয়ালকাঠিতে ঈদুল ফিতর উদ্‌যাপিত

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন এলাকার মতো পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের বেলতলা মোল্লাবাড়ী নামক স্থানে আহলে হাদিসের নিজস্ব মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, সেই হিসাবে আজ শুক্রবার বাংলাদেশের আহলে হাদিসের অনুসারীরা ঈদ পালনের উদ্যোগ গ্রহণ করেন।

মোল্লাবাড়ী মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য নির্ধারিত ইমাম মহিউদ্দিন পান্না শিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল ৮টায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক মুসল্লির উপস্থিতিতে আমার ইমামতিতে ঈদের নামাজ আদায় হয়েছে।’

কয়েক যুগ ধরে ‘এক দুনিয়া এক চাঁদ’ এমন বিষয় সামনে রেখে আহলে হাদিসের অনুসারীরা এই নিয়ম চালু করেন। যা দিনে দিনে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে এবং এদের অনুসারীদের সংখ্যা দিনে দিনে বাড়তে থাকে।

অন্যদিকে দেশের আকাশে কোথাও গতকাল বৃহস্পতিবার চাঁদ দেখা যায়নি। শুক্রবার আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল শনিবার রাষ্ট্রীয়ভাবে ঈদুল ফিতর পালনের সিদ্ধান্ত অনেকটাই নিশ্চিত।

শিয়ালকাঠি ইউনিয়নের আহলে হাদিস অনুসারী রফিকুল ইসলামের রাঢ়ী আজকের পত্রিকাকে বলেন, সৌদি আরবে চাঁদ দেখা গেছে এমন খবরে নিশ্চিত হয়ে ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য প্রতিবছরের মতো এ বছর উপস্থিত হয়েছি। যেহেতু বৃহস্পতিবার সৌদি আরবে চাঁদ দেখা গেছে, সেই খবর পাওয়ার পরেই আহলে হাদিসের অনুসারীরা ঈদ পালনের সিদ্ধান্ত নেয়। উপজেলার শতাধিক মুসল্লি আজ আমাদের সঙ্গে এই মসজিদে উপস্থিত হয়ে নামাজ আদায় করেন।’

ডাকসু নির্বাচনে মিছিলে ৫০ জনও পাইনি, ভোট পেয়েছি ১১ হাজার: নুরুল হক

বিড়ি খাওয়া নিয়ে বক্তব্যে জামায়াতের ২ কোটি ভোট বেড়েছে: ড. ফয়জুল হক

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়