হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে নিখোঁজের ২ দিন পর যুবকের লাশ উদ্ধার

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে নিখোঁজের দুদিন পর সাকিল বেপারী (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার উপজেলার কটকস্থল গ্রামের একটি ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। 

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার একটি ধানখেতে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। তদন্ত পূর্বক আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ 

পুলিশ জানান, গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামের মোহাম্মদ আলী বেপারীর (৫৮) ছেলে সাকিল বেপারী গত সোমবার (১৮ মার্চ) রাতে বাড়ি থেকে কৃষি জমিতে ইঁদুর মারার ওষুধ দেওয়ার জন্য বের হয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ছেলে নিখোঁজের ঘটনায় বাবা মোহাম্মদ আলী বেপারীর গতকাল (মঙ্গলবার) রাতে গৌরনদী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। 

আজ (বুধবার) দুপুরে স্থানীয়রা কটকস্থল গ্রামের একটি ধানখেতে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলেই গিয়ে লাশ উদ্ধার করে পরে পরিবারের লোকজন সাকিল বেপারীর লাশ শনাক্ত করেন।

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫